ভাবনা

অভিনব ভাবনার অন্তরালে নির্লিপ্ত চেতনার প্রলেপ।
খানিকটা দেবে যাওয়ার চেনা অচেনার ইতিহাসে,
থমকে যাওয়া সময়কে প্রশ্ন করি বার বার-
'ঝলসে উঠো কলম, ভাবনার ব্যাকুল চিত্তে।'

রেলের দুপাশে ঘন অন্ধকার-ঝিঁঝিঁ পোকার গান
সমান্তরাল ইস্পাতের শব্দ কণিকায়
জন্ম হোক কবিতার।

স্বপ্ন

ভাগ্যের প্রদীপ ঘষে ঘষে জ্বলে ওঠে আলো।
বিধাতার প্রেমাসক্তি বুঝা বড় দায়!
সাগরের গতরে খুঁজে পাওয়া ঢেউয়ের অন্তমিলে
যখন শেষ স্তবকের আলিঙ্গন,
তখন-
হঠাৎ দরজায় কড়া নাড়ে হত-দরিদ্র
স্বপ্ন ভঙ্গুর ছন্দ পতনের সকাল!!

কবির স্বপ্ন থেকে যায়
ভাগ্য প্রদীপের অন্ধকার কোঠরে!

বাস্তবতা

কবির সাদা স্বপ্নে ঝরে রঙ!!
কাঁধে ঝুলানো ব্যাগে স্বপ্ন করি ফেরি,
নির্ঘুম রাতে শব্দ চাষের মূর্ছনায়
আবেগের ঘড়ির কাঁটা মানে না সময়।

যৌবনের মোড়ে গোলাপের পাঁপড়ি
গুমরে কাঁদে নীল কষ্টের চাপা বেদনায়!
কি ছিল ভাবনা? কি ছিল স্বপ্ন?
বাস্তবতার চির দ্বৈরথে কবির বেদনা!