স্বাধীনতায় জন্ম আমার, স্বাধীনতায় ভোর,
স্বাধীনতায় জয়বাংলা, প্রথম চেনা সুর।
স্বাধীনতায় মায়ের আঁচল, স্বাধীনতায় ঘাম
স্বাধীনতায় এঁকেছিলাম, স্বাধীন দেশের নাম।
স্বাধীনতায় ঘর ছেড়েছে, স্বাধীনতার ভাই,
স্বাধীনতায় নেই ভেদাভেদ, ঐক্যের গান গাই।
স্বাধীনতায় লক্ষ নারী, স্বাধীনতায় মান,
স্বাধীনতায় বীরঙ্গনা, তারাই দেশের প্রাণ।
স্বাধীনতায় বঙ্গবন্ধু, স্বাধীনতায় গান,
স্বাধীনতায় বজ্র কণ্ঠ, তোমার আহ্বান।
স্বাধীনতায় লাল সবুজে, জয়ের অংহকার ,
স্বাধীনতায় দেশ-বিদেশে উড়ছে বারংবার।
মার্চ ২৬,২০১৮