অবসরে আছি এখন
সময় ভীষণ একা
বড়ছে মানুষ বাড়ছে বাড়ি
তবুও লাগে ফাঁকা!
ফরিংবাবাড়ি বাজনা বাজে
টুয়াগ বাড়ি মরা,
সমাজবদ্ধ চলন ছিল
এখন কোথায় তারা?
পণ্ডিতর বাড়ি ডুঙ্গু পন্ডিত
পালমা বাড়ির ভোলা,
যুবক ছিল, মিলন ছিল
আমার চড়াখোলা!
যীশু নীলায় যীশু ছিল
কোথায় ফিলিপ স্যার?
মিঠু ছিল সুজিত ছিল
এখন, তাদেরই দরকার!
বৈঠক এখন আর বসে না
ঘরে ঘরে তালা,
এসব কথা কে শুনিবে
কান থাকিতে কালা!
ফাদার-সিষ্টার প্রতি বাড়ি
সন্ধ্যে হলে মালা,
পারবে তারাই ফিরিয়ে আনতে
আমার চড়াখোলা!