১. পোপ এলেন
পোপ গেলেন,
এইবার বিবেকের
প্রদীপ জ্বালেন।
২. দিকে দিকে সবে
রব পুণ্যপিতা, পুণ্যপিতা
সম্প্রীতির কথা বলে,
কোরান-বাইবেল-গীতা।
৩ যুব উৎসব, প্রাণের উৎসব
যুবা পুণ্যপিতা
দিলে সবে উজাড় করে
গড়ার নতুন দীক্ষা।
৪.ছিয়াশি থেকে সতেরো
কেটে গেলো দিন,
হিসেবে-নিকেশ করি এখন
কার কত কূপ-ঋণ!
৫. কোথায় স্বর্গ?
কোথায় সুখ?
যেথায় শান্তি-সম্প্রীতি
সেখানেই তার মুখ।
৬. শান্তি-সম্প্রীতির দূত
দিলে ভালোবাসা,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
একটি দেশ, একটি ভাষা।