ফিরিয়ে নাও তোমাদের স্বাধীনতা!
এখন,
স্বাধীনতায় শাখায় শিমুল-পলাশ গেছে ঝরে,
কোকিল নিয়েছে নির্বাসন কৃষকলীর দেশে,
পতাকায় নিয়েছে ঠাঁই ধর্ষকের কামুকতা,
শহীদ মিনারে ভাঙ্গনের উল্লাস
আর,
দেশের ভিতরে দেশ!
ফিরিয়ে নাও তোমাদের স্বাধীনতা!
স্বাধীনতার অন্তরালে পরাধীনতার আস্তাবল;
ধর্ষিতার ছবি ভাসে খবরের পাতায়,
এক মুঠু অন্নের আশায় একাত্তর!
শিক্ষকের দিন কাটে ছাত্র আতংকে,
রাজনীতির খোলা মঞ্চে সংস্কারের রক্ত,
ধর্ম উপাসনালয়ে চলে সুদের কারবার!
ফিরিয়ে নাও তোমাদের স্বাধীনতা!
ফিরিয়ে দাও একটি কণ্ঠ,
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।"
মেরিল্যান্ড/মার্চ/২৬/২৫