এই তো সেদিন,
ঢোলের আওয়াজে শুরু হতো ডিসেম্বর
ডিসেম্বর মানে বড়দিন
বড়দিন মানে কীর্তন।
একজন নিভৃত পথিক
কাঁধে সাধের ঢোল, মুখে তৃপ্তির হাসি
টেলিফোনে হাঁকডাক, ভালোবাসার ধমক
বিপুল, সুকু, বিভাষ,খোকন, বনি, বাবলু
কোথায় তোরা? দেরি হচ্ছে কেন?
হারিয়ে হাওয়া এই ডাক খুঁজে ফিরি আমরা
এখনো সামার আসে
হয়না তার বাড়িতে মুরগি কাটার ধুম
নিজ বাগানের ঝাল মরিচ
সাথে লবন ভাজা মুড়ি ,
নির্ঘুম কাটানো রাত
স্তব্ধ হয়ে আছে হায়েজভিলের বাড়িতে।
স্যান্ডি পয়েন্ট স্টেস্ট পার্কের চুল্লি
অনিলের কেনা হটডগ, রুটি, কয়লা
কাঠের বেঞ্চি, খোলা মাঠ
আজ শূন্য বিরানভূমি
হাসোজ্জল একজন পথিকের জন্য।
ধানজুরি স্কুলের শিক্ষার্থী,
মাদার তেরেসা হাউজের শুকনো খাবার,
কসমস ক্লাব, নতুনদের চাকরি
মাদার তেরেসা হল, বিসিএর মিটিং
অনিলের একাকিত্ব ছবিতে
একটি নাম, একটি ভালোবাসা
আকাশের ঐ তারার মাঝে
একটি উজ্জ্বল নক্ষত্রের নাম
খ্রীষ্টফার রডিক্স।
ডিসেম্বর ১৯, ২০২১