মেঘের উপর খোলাকাশে
হয়নি দেখা যদিও,
না হয় তুমি শারদ পক্ষে
নীল শাড়িটা পড়িও।।
বায়ু দোলা আঁচল পাড়ে
নকশা আঁকা আল্পনায়,
গীতি কাব্যের মায়ামৃগ
গন্ধ বিলায় কল্পনায়।।
স্বচ্ছ নদে জল ক্যামেরায়
প্রতিচ্ছবি ক্যানভাসে,
চাঁদের আলোয় জলতরঙ্গে
যাবো ভেসে সেই দেশে।।
মেরিল্যান্ড এপ্রিল ২০,২০২৪