সিদু-কানুর তীরের ফলায়
ক্ষোভের আগুন জ্বলে,
পাহাড় গাঁয়ের আদিবাসী'র
দুঃখ নদীর জলে।
দুর্গাপুরের সুসাং নদীর
স্বচ্ছ জলের আলো,
জুম চাষিরা নাখাম-চু'তে
থাকুক না হয় ভালো।
আদি জাতি, আদি প্রীতি
রক্তে বহমান,
মুখোশধারী ভদ্র সমাজ
উল্টো পথের টান।
থাকবে পাহাড়, থাকবে নদী
থাকবে আদিবাসী,
মধুপুরের গহীন বনে
ওরাই ফোটায় হাসি।
জানুয়ারী ১৮,২০২৫