হাঁটি কিছুক্ষণ নির্জন দুপুরে-
যেখানে গিয়েছে মিশে
আমাদের চিন্তার প্রান্তর।
আকাশ দুয়ারে কালো মেঘের বিছানা,
বজ্রপাতের আর্তচিৎকারে মেঘের কান্নায়
স্নাত হোক রোমাঞ্চিত মনন।
হোক না বৃষ্টি সন্ধ্যা লগনে!
খোলা জানালায় ভিজে থাকা ক্ষণে
কাব্য নদে ঢেউ উঠুক ছন্দের পরতে।
গান-কবিতা এবং তুমি-আমি
স্যাটেলাইট আকাশে!!!
মে ১২, ২০১৮