ভোর তখনো হয়নি;
সবে মাত্র মোয়াজ্বিন অজুর পানিতে রেখেছে হাত,
গির্জার ছাদের কাকগুলো তন্দ্রাচ্ছন্ন,
মন্দিরে প্রসাদের থালা তখনো তরতাজা।
ঠিক তখনি জল্লাদের হুংকারে কম্পিত বাংলাদেশ,
এলোপাতাড়ি বুলেট ক্ষত-বিক্ষত করে
৬৪ হাজার বর্গমাইলের লাল সবুজের জমিন,
লজ্জাবনত রাস্তার নেড়ি কুকুর কুঁকড়ে উঠে,
এ কিনা আমার সোনার বাংলাদেশ!!
জুঁই-বেলী ফুলের গায়ে রক্তের দাগ,
দেয়াল থেকে ক্ষসে পড়ে মৃত দেবতা,
প্লাস থ্রি পাওয়ার চশমাটা ঝাপসা হয়ে আসে
একটি ক্ষুদে বালকের আর্ত-চিত্কারে
স্বর্গপুরে বহে চোখের নোনা জলের স্রোতধারা,
দেখেছিলাম ৭৫ এর নরকে।
আমার কলম আজও স্তব্ধ হয়ে আসে,
কলমের ফোঁটায় আজ
হাজারো প্রশ্নের বিবেক ভীড় জমায়,
এক নয়, দুই নয়, তিন নয়,
তবে কেন ৩২ নম্বর হয় ক্ষত-বিক্ষত?
০৮/০৬/২০১৪