এই বৃষ্টি ঝরা রাতে এসো তুমি কাছে
হারিয়ে যাই আমরা ঠোঁটে ঠোঁট রেখে ।
গুড়গুড় মেঘে চমকানো বিজলীতে.
এসো ডুবি অন্ধকার বাসরেতে ,
ঔরস ঢেলেদিই গর্ভের অন্ধকার যোনিমায়।
হোক না সংক্ষীপ্ত মিলন
ভয় নেই রাত নিঝুম হরদম ।
আকাশে চাঁদ নাই আজ
জোনাকি আর মেঘেঢাকা তারাদের রাত ।
বিছানায় মেলেছি রজনিগন্ধার সুবাস
জীর্ন পাতার চাদরে ।
এসো আলগা চুলে বসনখুলে
যে রুপ পৃথিবী দেখেনি কোনকালে,
আজ তোমার সাতখুন মাফ।
এই দিনটার লাগি বসে আছি এক বর্ষ ধরি
ঘুমোয়নি বহু কাল।
আর দেরি সয় না
খুলে রেখেছি আচ্ছাদন
আলিঙ্গন কর আমায় !
মনে প্রানে শুধু তোমার অপেক্ষা
তুমি দুরন্ত নাবলিকা ।
এসো ভিজি লুটোপুটি করি
দিয়ে যেও সবকিছু আগের মত ভেঙে চুরে,
তোমার প্রবল হাওয়ায় ।
এসো শ্রাবন এরাতে আমায় গৃহহীন হতে হবে
তোমার স্তনের বোঁঠায় জিভ রেখে ।।