আমি সরকারি কর্মচারী আছি বেশ সুখে
ন টায় উঠি
চোখটা রাখি কাগজে বেতন বাড়লো নাকি
ঠোট চুমু কাপে।
হেলতে -দুলতে অফিসের পথে নানা অজুহাতে
প্রতিদিন অফিস ঢুকি লেটে।
বারোটায় টিফিন আসে -দেড় -টায় লাঞ্চ
হাত -পা ছড়িয়ে ,ঢেকুর তুলে ফ্যানের নিচে বেশ করি আরাম।
চার-টা না বাজতে বাজতে
জুতোটা পায়ে গলিয়ে কোনমতে
দে -দৌড় অফিস থেকে।
ঘরে ফিরে হাত -মুখধুয়ে আরাম পাশ বালিশে।
দামী খাবার ,বন্ধুর সাথে রঙিন নেশায়
কখনোও বা কাটে কাজের মেয়েটার ঠোটে -ঠোট রেখে।
তারপর স্ত্রী র বিছানায় -দিনে একটাই ঠিক টাইম
আর সব লেট।
রবি বার -আর ছুটি -ছাটা বাদে ,
শাশুড়ির অসুখ -শালির বায়না তো আছে এ সব বাদ দিয়ে
৭-৮মাস অফিস যেতে হয় বছরে।
তবু প্রচুর ক্লান্ত আমি চাকুরী করে -করে।
বেতন পেতে দেরী হলে-বেরিয়ে পড়ি ঝান্ডা হাতে
লোকে বলে -------
বুদ্ধিজীবিরা এবার মাথা তুলে দাড়িয়েছে।
ব্যাক ড্রপে টাকা রাখি -ট্যাক্স ফাঁকি দিই
তবু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তুলে যাই
বেতন বাড়ানো চাই
৪০-৪৫হাজারে চলেনা সারামাস -কাটে ঠেঁসে-গুজে কোনো মতে।
আমি সরকারি কর্মচারি আছি বেশ সুখে।