আমি প্রেমের কিছু বুঝি না  প্রিয়া
তুমি ফিরে যাও অন্য কোথায় ,
আমি ভুল পথে পা বাড়াই না আর হাজার বছর আগে থেকে।
আমি কোটি মানুষের ক্ষুদার যন্ত্রনা
বুকে আমার বারুদ ঠাসা।
আমার উষ্ণ ঠোটে -ঠোট রাখলে
তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।
আমি পারবোনা ভালবাসতে -তুমি চলে যাও তাদের কাছে -,
যারা সকাল থেকে সাঁঝে নারীর আচলে মুখ ঢাকে।
পুরুষত্ব দেখায় মশারির ভেতরে
যাও তাদের কাছে।
আমার প্রতিটি কোষে -কোষে ,উষ্ণ রক্ত শোনিতে
একটাই নাম দিনে -রাতে।
চাই বিদ্রহ।
আমার শিরা -ধমনী ছিঁড়ে বার হয়ে আসে।,
তারা একসাথে চীত্কার করে ওঠে
আর  কত দিন আমরা থাকবো চুপ হয়ে।,
আমরা প্রস্তুত।  
ফেটে পড় কবি বিদ্রহ হয়ে।
তুমি ফিরে যাও প্রিয়া আমি যে শপথ নিয়েছি।
আমি তোমার প্রেমের যোগ্য নয়
এটা অপ্রেম আমার কাছে।
       .....................।।