অসহায় মানুষের আর্তনাত হাহাকার
চিরনিদ্রায় পারলাম না শুতে আর।
আমি ফিরে এসেছি সেই যন্ত্রনা নিয়ে বুকে
ভয় নাই ,জল মোছ এবার।
যারা মানুষকে অস্ত্র বানিয়েছে -বুক থেকে সুখ ছেঁকে নিয়ে গেছে
পেটের ক্ষুদা
রক্তে রোয়া ধান কেটে নিয়ে গেছে
শেষ করবো তাদের।
আগুনের গর্ভে জন্ম আমার
আমি বজ্রের গালে চুমু খাই
মৃত্যু আমার প্রেমিকার মতো চিরপরিচিত।
কোমরে আমার শানিত তরবারি
হৃদয় টক-বক।
এই বারুত গন্ধ বাতাসে -অলিতে -গলিতে আমি খুঁজি তাদের।
যারা কেড়েছে মানুষের ক্ষুদা -রেখেছে পশু করে।
আমি নিষ্টুর ,আমি দয়াহীন ,
আমি করিনা ক্ষমা কাউকে কোনদিন।
আমি প্রথম কুমারীর অবাধ্য যৌবন
আমি কোবরার তীব্র চুন্ব্ন।
আমি উন্প্ন্চাসের সুনামি মহাপ্রলয়।
সেই ক্ষত চিন্হ বুকে নিয়ে জন্মেছি আবার।
পাপীরা থর-থর-মর। I am back.