কতদিন ধরে বসে আছি ওগো বন্ধু তুমি আসবে কবে
কি ভেবে সময় নষ্ট কর -পাই না খুঁজে
তুমিকি শুনতে পাও না হাহাকার- মানুষের
চুরি -ছিনতাই -রাহাজানি -খুনখুনি ভরে গেছে দেশ।
লুন্ঠিত হচ্ছে ভদ্র সমাজ মুর্খের আইনে
ধর্ষিতা আজ বারুদের স্তুুপ
বসে আছে দেশলাই কাঠির সন্ধানে।
শুয়োরের বাচ্ছারা জমি কেড়ে ইমারথ গড়ছে
দুঃখী মা বসে আছে উঠানে দুহাত পেতে
সেই তার ছেলেটা গেছে জমি বাঁচাতে
সে ফিরবে কবে। এই ভেবে।
হে বন্ধু ,
এস দাধিচীর বজ্র হয়ে
ডান হাতে যমের ত্রিশূল -পরশুরামের কুড়ার নিয়ে বাম হাতে।
ভেঙ্গে দিতে হবে তাদের
লোহার প্রাসাদ -যেখানে দরিদ্র মানুষের দিনলিপি সহি আছে।
ভয়্ নাই ঈশ্বর আছে সাথে।
শুধু একবার জেগে ওঠো ,
দেখবে সহস্র ভিড় তোমার পিছে।
তুমি সিংহ শিশু -মিছে মিশো কেন ভেড়ারদলে
আর সময় নেই প্রিয়ার হাত ছেড়ে ,চলে আসো,
হাজার প্রিয়ার ল্জ্জ্যা যাচ্ছে ডুবে।
দেখতে পাচ্ছ পৃথীবি রয়েছে শুধু তোমার দিকে চেয়ে।
এস বন্ধু নাও মহাভার -বিশ্ব করতে হবে জয়। .
..........................