আজ হঠাৎ বাসে দেখলাম
তোমার মত অবিকল এক মুখ।
হাজার উদ্ধত পুরুষের ঘুম ছুটানো সেই চাউনি,
মুচকি হাসিতে ব্লু হোয়েলের নেশা
চোখ সরাতে চায় না চোখ ।
গোলাপী ঠোঁট টা তাও ভিজে ভিজে,
হাতের ঐ ডকডকে নরম লাল আঙুল.
সেই ঘুঙুর,
আলতা মাখা ঘুঙুর পা র হুবহু সেই দুই পা ।
আলগা আঁচল হাল্কা ঢাকা খোলাবুক,
ব্লাউজের ফাঁকে একই নগ্নতা।
চিরপরিচিত দুই চোখ আমাকে দেখামাত্র স্থির তারপর শুধু চঞ্চল।
কপালেও সেই কাটা দাগ ছোট্টবেলায় কেটেছিল কলসির কানায়।
তবু তোমার থেকে একটার ই অমিল,
তার একজোড়া ভ্রু র মাঝে লালটিপ
সিঁন্দুর সাজান কপাল ।
সেই হুবহু নারিটি কে?
তুমি নও তো!