কথা ছিল আসছে ফাগুন এক হব
কথা ছিল দুই জোড়া চক্ষু মিলিত হব
কথা ছিল গোলাপের লাল তোড়া দ্বারা বরিয়া লব কথা ছিল একে অপরের পরিপূরক হব।
বাতাবি লেবুর ফুল ফুটে ঝরে গেল
দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে অধীর অপেক্ষায় রহিল, গাছের সকল পাতা ঝরে শূন্য হল
নতুন পাতা গজাতে শুরু করল
ফাগুন তো শেষ হলো।
তবে কথা তুমি চির অপরিচিতা?
আমার হৃদয় গহীনে ধরা দিলে না
ধরা দিলে, তোমার কামাক্ষী চক্ষু দেখিয়া
আকাশে-বাতাসে তারার মত ঘুরে বেড়াতাম
এক সীমাহীন অজানা গন্তব্যে।
খুঁজে বেড়াতাম তোমার চন্দ্রের ন্যায় মুখখানি
হারিয়ে যেতাম তোমার ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশের গহ্বরে
তবে তুমি আমার কাছে চিরঅপরিচিতাই রয়েগেলে।