বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রাণ,
এই বাংলাই জন্মেছি আমি
সৃষ্টিকর্তার দান।
বাংলা আামার মাতৃভাষা
এই ভাষাতেই প্রকাশ করি
আমার মনের প্রিয় কথা,
বাংলাদেশের সবার প্রিয় ভাষা
আমার মায়ের মাতৃভাষা।
বাংলা ভাষার জন্য এদেশের কত দামাল ছেলে
দিয়েছে তাদের প্রাণ দান।
এই ভাষাকেই স্বীকৃতি দিয়েছে
ইউনেস্কো - সারা বিশ্বের গান,
স্বীকৃতি দিয়েছে
বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে।