মায়া ভারা কাজল কালো চোখ তার
ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ,
তার চোখের সাগরে আমি
হারিয়ে করেছি হৃদয় নিঃশেষ।

ফিরিয়ে পাব কিনা হৃদয়
আছি নিয়ে সংশয়,
আদেও কি পাব দেখা?
নাকি শুধুই মরীচিকা।