জীবনের প্রথম কোন জায়গায় কবিতা প্রকাশ করলাম।সেটা আর কোথাও নয় এখানেই।  আমি অভিজ্ঞ নয়। তবে চেষ্টা করি ভালো কিছু লেখার। জীবনের এক কঠিন দ্বারপ্রান্তে দাড়িয়ে আছি। আমি একজন ভর্তিযোদ্ধা। কয়েক জায়গায় পরীক্ষা দিয়েছি কয়েক টার ফলাফল ও প্রকাশিত হয়েছে। খুব কাছে গিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি। খুব হতাশায় ভুগছি।ভাবছিলাম কীভাবে এখান থেকে বেরিয়ে এসে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া যায়। তাই কবিতা পড়ছিলাম। হঠাৎ দেখতে পেলাম এখানে কবিতা প্রকাশ করা যায়। তাই ডায়েরির পাতা ওল্‌টাচ্ছি। একটা কবিতা সামনে পরলো। ছোট্টবেলায় ক্লাস সেভেনে থাকতে মাতৃভাষার প্রেমে আকৃষ্ট হয়ে লিখেছিলাম "মাতৃভাষা" নামে একটি কবিতা। এটিই প্রকাশ করলাম।যা আমার জীবনের প্রথম প্রকাশিত কবিতা।আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু কবিতা প্রকাশ করতে পারবো।