খোলা আকাশ আর সংবেদী ক্যানভাসের
নীচে কতই না স্বপ্ন ডানা মেলে উড়তে চায়,
সন্ধ্যা শেষে, যখন গোধূলির বিদায়ী প্রহরে
তারাদের দল উঁকি মারে,
দিগন্তে যখন অস্তগামী সূর্যের
রক্তিম আভা, নিশীথের রঙে নিজেকে সাজিয়ে তোলে,
তখন বারিবিন্দু আর দক্ষিণা বাতাসে নিজেকে জড়িয়ে
গান গাই।
স্বপ্নের সুরে সেই গান বেজে চলে মনের অন্তরে;
দূরে, মেঘনাদের রাজ্যে উড়ে চলে পুষ্পক,
পার্থিব জগৎ তখন গভীর তন্দ্রায় আচ্ছন্ন।
এ গান কি তারও মনে দোলা দেয়?
নিশীথের চাদরে, ঘুম সাগরে ডুব দিয়েছে সূর্য,
তাই বাঁকা চাঁদের দিকে চেয়ে, ঠোঁট মেলেছে তার ডানা,
এক অদ্ভুত নিস্তব্ধতায় আমরা গেয়ে চলি সেই স্বপ্নের সুর।