বাংলাদেশ! নতুন এক পরিচয়
পুণঃজন্ম বাংলাদেশ, সংগ্রামী প্রত্যয়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
সংস্কার বাংলাদেশ, আর নয় অন্যায়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
প্রতিবাদ বাংলাদেশ, স্বৈরাচার আর নয়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
সংস্প্রীতির বাংলাদেশ, আর নয় ভীতিময়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
ভবিষ্যতের বাংলাদেশ, তরুণদের প্রত্যয়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
স্বাধীণ বাংলাদেশ, রক্তক্ষরণ আর নয়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
দ্বিগ্বীজয়ী বাংলাদেশ, নতুনের সম্ভাবনায়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
মেধা বাংলাদেশ, কোটা-মামা নয়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
হৃদয় বাংলাদেশ, মাতৃভুমি ভালাবায়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
ইতিহাস বাংলাদেশ, সমুজ্জ্বল অক্ষয়।
বাংলাদেশ! নতুন এক পরিচয়
প্রাণার্জিত বাংলাদেশ, মাথা নোয়াবার নয়।
ঢাকা- ৮ আগস্ট ২০২৪.