প্রথমবারেই ঘটল সে বিভ্রাট,
ফিরেবার তাকানো হলো না আর।
আলোর ঝলকানির মত মণিকা রোদ
চোখে  পরতেই, চোখ আমার হোল দিকহারা
তিক্ষ্ম দংশনে ছানাবাড়া;
বিগলিত দৃশ্যপট মূখরিত মূর্ছনায়।
থমকে দাড়িয়ে ভবিতব্যতাতে নিঃশ্বাস ফেলেছিলেম বার বার-
অসম্ভের দাম্ভিকতায়, “আহা! কে তুমি হায়”!
পরাস্থ চৈতন্যে মুগ্ধ করিলে আমায়”।
দুঃসাহস হোল না আর, চোখ রাখবার-
যে চোখে এত মায়া ধার,
এত ভালোলাগা- প্রেম,
যে কল্পনাকে ছিড়ে গিড়ে উৎমাৎ করে
ভাসিয়ে নিয়ে যায় অজানায়।।