নির্বাসন বারতায় নিঃষ্পাপ
খসে গেছে রং; ধ্বসেছে গোধূলী
ফাগুনের হাওয়ায়-
বিদূসী বারতায় নির্মোঘ শুভ্রতায়।
সবুজের ঔদ্ধর্যে; গোলাপ মাধুর্যে
বাদামী কেশে; হেলেছে সূর্যতাপ-
অনুতাপ; থেমে গেছে অন্তঃস্থ আর্তনাদে।
দেখলেম এই প্রথম, পরাস্থকারুকায়-
তুমি হেলে পড়েছো এলোকেশে
আমা দিগন্তে; অঘাত বিশ্বাসে।।
১ ফাগুণ ১৪২৫, ঢাকা।।