অনেকক্ষণ থেমে আছে বহু বহু গাড়ি;
মহামন্ত্রী মহাকাজে রাস্তা দেবেন পাড়ি।
সবার চলা বন্ধ তাই,
প্রতিবাদের সাধ্য নাই;
ক্ষোভগুলো হয়ে ওঠে নিরব আহাজারি।