ওদের একটা স্ট্যাটাস আছে আমার সাথে মিলে না,
আমার সাথে এক টেবিলে তাইতো খাবার গিলে না।
ওদের স্ট্যাটাস অর্থ-বিত্ত
দিন আনি-খাই আমি নিত্য,
অহংবোধে মত্ত মানুষ ভেদ বিচার ভুলে না।