চাহিদার বিসর্জনকে ত্যাগ বলে জানি,
এতে বড় সুখ আছে ক’জনে তা মানি?
ভোগে কোনো সুখ নাই;
শাস্ত্র বলে গেল তাই,
স্বার্থলোভীর কাছে ত্যাগ সান্ত্বনারবাণী।

কী আর হবে ভোগ-ত্যাগের মিছে দ্বন্দ্ব করে?
এবার চাহিদার লাগামখানি দেখো টেনে ধরে;
কমে যাবে দুখের হানা;
বাঁধবে বাসা সুখের ছানা,
সুখ পাখিরা সুর ছড়াবে তোমার হৃদয় জুড়ে।

পূর্ণ ত্যাগের মন্ত্রখানি উঠলে জেগে প্রাণে;
চাওয়া-পাওয়ার চাহিদারা লুকিয়ে যাবে বনে।
অশান্তিরা হবে হারা;
শান্তি এসে দেবে ধরা,
ত্যাগের মন্ত্র ছড়িয়ে পড়ুক প্রতি জনে জনে।