একখানা পিপিলিকা পুকুর জলে পড়ে
হাবুডুবু সাঁতার কেটে যেতেছিল মরে,
ঝড়া এক পাতা যেই লভিল তার পাশ
পিপিলিকা খুঁজে পেল বাঁচিবার আশ।
জীবন পেয়ে পিপিলিকা বলল, হে পাতা—
তুমিই আমার ত্রাতা, আমার বিধাতা।