অনেকটা হল দেরি প্রতিবাদের পতাকা উড়াতে
নির্বাক পুতুল হয়ে গোলামিপনায়
অহেতুক কেটে গেল অনেক বছর!

যোজন যোজন কাটিয়ে ব্যর্থ সময়
শোষিত হৃদয়ে আজ নড়েছে টনক।
আজ তাই হৃদয়ে হৃদয়ে শুনি
জেগে উঠার দীপ্ত পদধ্বনি।

জেগে উঠেছে প্রাণ; শোষণের বেড়াজাল
ভাঙার গানে— রক্ত যেন তেজী ঘোড়া নাচে,
বঞ্চিতের ঊর্ধ্বগতি শোণিত স্রোত বেয়ে
প্রতিবাদদীপ্ত এক নতুন সূর্য উঠে।

এসেছে পাখিডাকা ভোর, দিন বদলের পালা
নতুন সূর্যের সূচনায় ডেকে ওঠা কাকের কণ্ঠে
কাকচরিত, শোষক হৃদয়ে আজ হাহাকারে
চমক দিয়ে যায় স্খলন বারতা।