তুমি বললে— পর্বতের চূড়া থেকে
দিতে পারি লাফ,
তুমি বললে— জ্বলন্ত অগ্নিকুণ্ডেও
দিতে পারি ঝাঁপ।
তুমি যদি বলো— মহামূল্য জীবনটা
রাখতে পারি বাজি,
তুমি যদি চাও— দূর আকাশের চাঁদটাকে
এনে দিতে রাজি।
তুমি যাহা চাও— অকাতরে পারি আমি
সব এনে দিতে,
তোমায় ভুলে যাব— এ চাওয়াটি শুধু
পারি না মেনে নিতে।