অসীম ক্ষমতা নিয়ে, আশ্বাসের ঝুলি ঝেড়ে
কেউ যদি বলে আমায়— দুনিয়ায় কত নারী
কত রূপসী, ইচ্ছেমতো বেছে নাও, কাকে চাও?
তবে আমি তোমাকেই বেছে নেব।
সবে যদি থুৎকার দিয়ে বলে উঠে—
এত সুযোগ পেয়েও গোবেচারা কি করিল—
লাস্যময়ী, হাস্যময়ী, বিউটিকুইন সবই হারাল।

হৃদয়ের মণি তুমি, তোমার হৃদয়ে আমার হৃদয়
আমার হৃদয়ে তোমার প্রেমের স্পন্দন।
তোমাকে কাছে পাবার গাঢ় স্বপ্ন—
আমার হৃদয়ে আকাঙ্ক্ষার জাল বুনে নিশিদিন।
তাইতো আমি তোমাকেই বেছে নেব
তোমার মাঝেই খোঁজে নেব শান্তির আশ্বাস।