অজস্র কাল কাটিয়ে বর্ষীয়সী পৃথিবী আজ জীর্ণ-মলিন,
দীন প্রকৃতির লুপ্ত সম্ভারে মানুষের ধূলিখেলা।
স্বপ্ন-সাধ ভেঙে চুরমার—
কীর্তিহীন দানবের মতো শুধু আঁকড়ে থাকা!

জৈবিক তাড়নার গতি আজ বড় খরস্রোতা,
কূলভাঙা তৃণ সবে স্রোতে ভাসমান;
আয়ুহীন কীটের ন্যায় মানুষের শুধু যাওয়া-আসা,
কী ক্ষুধার আবেশ পুরাতে তবু প্রশান্তি?