তার সাথে দেখা আর হবেনাকো কোনদিন
সে যে আছে আমা হতে দূরে-বহুদূরে।
কোনদিন ঘুরবে না আর উল্টোরথের চাকা
তবু তার লাগি হৃদয়ের মিছে স্তবগান।
এ আশার তৃষা আর মিছে প্রলোভন
কাঁদাবে আমায় কত নিয়তিই জানে।
জানি আর পাবো না তারে; হায় প্রেম
তবু কেন জুড়ে থাকো হৃদয়ের কোণ।