সারাদিন কেটে যায় পথে পথে ঘুরে,
রাত কাটে পথের পাশেই গভীর ঘুমের ঘোরে;
জীর্ণ কাঁথা জড়াজড়ি করি! জঠরে ভুখার অনল
অষ্টপ্রহর জ্বলে, প্রাণে জাগে হীনবল
রুগ্ন শীর্ষ দেহ; তার উপরে দিবারাত্র কত কদাচার!
আহ্ কি জীবন! অবিচার আছে শুধু না আছে বিচার।
অত্যাচারে অবহেলে নীরব কান্না শুধু,
প্রতিবাদ নেই কোনো; জীবনের তরে তবু সুদূর স্বপ্ন ধূ-ধূ।