এদেশ আমার স্বাধীন হয়েছে আজিরে,
আয় তোরা সবে, আয় না ছুটে বাহিরে।
পথে-ঘাটে আর নেই কোন হানা
গুলাগুলি নেই আকাশে,
পাখিরা আজ গাহে মুক্ত কণ্ঠে
সুর মিলিয়ে বাতাসে।
পাখির সনে ধরিবি কি তান?
গাবি যদি আয় বিজয়ের গান,
আয় ছুটে সবে বাহিরে
এদেশ আমার স্বাধীন হয়েছে আজিরে।
থাকিসনে আর ঘরের কোণে
এহেন মধুর লগনে,
ওই যে উঠিছে নতুন সূর্য
আঁধার ঘুচিয়ে গগনে।
ভয়-সংকোচ নেই কোন আর
লুকোচুরি নেই কোথারে,
নতুন করে সবার প্রাণে
বাজিয়ে ঘণ্টা আজিরে,
তোরা ছুটে আয়, ছুটে আয় সবে বাহিরে
এদেশ আমার স্বাধীন হয়েছে আজিরে।