স্বপ্ন ধরবে বলে ওরা স্বপ্নের জাল বুনে,
অধরা হয়ে স্বপ্নেরা জালের ফাঁকে ঝরে।
আবার নতুন স্বপ্ন হৃদয়ে আঘাত হানে,
পালা করে স্বপ্নগুলো এই আচরণ করে।
ওরা নেহাত গরিব খেটে খাওয়ার দল,
শ্রান্ত জীবন জুড়ে চলে ক্ষুধার তাণ্ডব।
অপূরণীয় স্বপ্ন ওদের জীবনের সম্বল,
অভাবের কাছে ওরা মেনেছে পরাভব।
স্বপ্নরাঙা পথ ধরে ওরা তবু ছুটে চলে,
একটুখানি সুখের পরশ লভিবার তরে।
বুঝেছে ওরা স্বপ্নরাশি মিশিয়ে ধূলিতলে
স্বপ্নের ঠিকানা ওদের বহু যোজন দূরে।