সুখ সুখ বলে কেঁদে কতশত জন—
লুটাইছে ধরাতলে ভরিয়া জীবন,
না পেয়েছে সুখ, শুধু ছেড়ে গেছে হাসি
মিলেছে কেবল এই— দুঃখ রাশি রাশি।
তবুও সুখের পিছে মানুষের চলা;
নিয়ত নর আর নিয়তির এ খেলা।

সুখামৃত স্বাদ যার থেকে কাড়ি লন—
বিধাতা স্বয়ং; খোঁজ করি অনুক্ষণ
জগৎ প্রান্তর জুড়ে, মিলে কি সে সুখ
সে অভাগার তরে? যদি বা বাঁধে বুক
ধন-জন-ক্ষ্যাতি জড়ো করি, কাড়ি কাড়ি
তবুও পালায় সুখ তার ভুবন ছাড়ি।

চাই না তাই কাড়ি কাড়ি অর্থ-সম্পদ,
যাঁচি বিধাতার সেই অমিয় আশীর্বাদ;
যার পুণ্য ছোঁয়া পেয়ে হয়ে যায় দূর
সব দুঃখ রাশি, যে অশীষ সুমধুর;
দূর করে সব দীনতারে, তারে লয়ে—
আবাস রচিতে চাই ভুবন আলয়ে।