সুখ বলে— দুঃখ তুমি বড় নির্দয়,
বেদনারে সঙ্গে লয়ে তোমার উদয়।
তোমার উদয় হলে আমি আর নাই
সুখের সংসার ছাড়ি সহসা পালাই।
দুঃখ বলে— চিরসুখ, সুখ সেতো নয়
আমার উদয়ে তোমার নয় পরাজয়।
দুঃখ বিনা সুখ থাকে তিক্ততায় ঠাঁসা;
তোমার কূলে তাই বাঁধি এসে বাসা।