তোমার অপেক্ষায় অনন্ত আশা নিয়ে বসে আছি,
অমোঘ আশার পথ বেয়ে হে সুখ তুমি এসো।
তুমি একবার এসে দেখ, তোমার অবর্তমানে
দুর্বিনীত দুঃখেরা কেমন বেদনার রাজত্ব গড়ে তুলেছে
আমার রাজ্য জুড়ে। অভাব নামের মাচা বেয়ে
লতিয়ে উঠেছে দুঃখের বিষবৃক্ষ আমার জীবন জুড়ে;
নিয়ত সে বিস্তার করে চলেছে তার বিষময় শাখা-প্রশাখা,
অক্টোপাসের মতো তার বিষাক্ত বাহুবন্ধনে আমি ন্যুব্জ
হে সুখ, তুমি একবার এসো আমার দুঃখদগ্ধ রাজ্যে।
তুমি এলেই স্থবির হয়ে বসা দুঃখেরা পলায়নপর হবে-
প্রবল গতি নিয়ে, তুমি এলে হৃতরাজ্য দখলমুক্ত হবে,
দুঃখের দখলমুক্ত সেই রাজ্যে তুমিই হবে নতুন অতিথি।
সুখ তুমি এলে, তোমাকে পেতে দিব রাজসিংহাসন;
বানাব তোমাকে আমার রাজ্যের চিরস্থায়ী রাজা।