অষ্টপ্রহর হেসে কাটাই সদানন্দ ক্ষ্যাপার মতন;
দুঃখ, প্রেম, ভালবাসা, চাওয়া-পাওয়া সব
এক শুভক্ষণে জলাঞ্জলি দিয়ে;
বনে গেছি আমি এক লাস্যমান পাগল।
যন্ত্রযানের ঘূর্ণমান চাকার মতন—
বহিরাঙ্গের হাসি নিয়ে করে যাই সবকিছু,
না পাওয়ার বেদনা আমার গতিময় চলার সাথী,
প্রেমের যাতনা আমার হয়ে গেছে ম্রিয়মান।
সকল ব্যথার গতি-ছন্দ-স্রোত—
আমার মনের রাজ্য ছেড়ে পদতলে নির্বাসিত।
আমি এখন হস্যোজ্জ্বল অন্য এক মানুষ,
দুঃখ বোঝার বিন্দুমাত্র অবকাশ রাখিনি কোথাও,
সবাই দেখে আমার হাসির জোয়ারে উপচেপড়া সুখ—
কিন্তু কেউ জানে না, এর অন্তরালের লুপ্ত দুখের কথা;
আমি আমার বহির অবয়বকে সরিয়ে রাখি দূরে— বহুদূরে।
আর খোঁজে ফিরি সুখের সঞ্জিবনী ধারা।