আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে;
অপরাধ আর অপরাধী নিয়ে রয় তারা মেতে।
কাজটি যদি কারবারে নেয় রূপ,
দু’পক্ষের বোঝাপড়া হয় অপরূপ!
বিঘ্ন ঘটে কাজে, দ্বি-পাক্ষিক সম্পর্কের আমেজে;
আত্মীয়তার মিঠে সুর রিনরিনিয়ে বাজে।
তারপর সেই কুচক্রী মধুর টোপ গিলে—
উৎকোচের শূন্য থলি পূর্ণ করে তোলে।
ক্ষমতার বর্মের আড়ালে ছড়ায় অপরাধ
অস্ত্র, মাদক, চোরাচালানি যায় না কিছুই বাদ।
খোদ সর্ষেতেই যদি লুকিয়ে রয় ভূত;
ভূত তাড়াবার খেলাটা হবেই অদ্ভূত!