ঘুমে বিভোর শ্রমক্লান্ত পৃথিবী এতক্ষণ
স্তব্ধ থাকার কথা ছিল, শুধু একা
আমি এখনো এত রাতে;
পৃথিবীর স্তব্ধতা ভাঙাতে জেগে আছি!
জানি, শান্ত পৃথিবীর শান্তিময় গতির—
ব্যাতিক্রম ছিল না কোনোই; শুধু এক আমি
হাজারো জটিল মানুষের মত রাতারাতি
বদলে দিয়েছি জগতের শান্ত গতির মূলসুর।
কেন?
উত্তর যার মেলেনি কোনোদিন,
আজ কেন মেলাবার ব্যর্থ প্রয়াস তবু?