একদল মানুষ অহরহ খুঁজে বেড়াচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এদের কারও হাতে বিশেষ মহলকে খুশি করার অদৃশ্য তেল। কারও মুখে মোসাহেবিপনার মিষ্টিবাক্য। এই এদের সম্বল। সম্বল পুঁজি করে তীব্র বাসনা নিয়ে এরা সিঁড়ি খুঁজে। এদের কেউ খুঁজে পায় কাঙ্ক্ষিত সিঁড়িটি। আমি খুঁজি না। আমি শুধু চেয়ে দেখি- তরতর করে উপরে ওঠে যাচ্ছে একদল অযাচিত-অনাকাঙ্ক্ষিত মানুষ।

সিঁড়িটির শেষ প্রান্তে গিয়েও উপরে ওঠার তাগিদ শেষ হয় না ওদের। আর কত উপরে উঠবে ওরা? আমার হাতে তেল নেই। তেলহীন হাত আমার, বাকপটুতাও নেই মুখে। চাটুকারিতার নামগন্ধ নেই কুষ্ঠি জুড়ে। তাই অদৃশ্য সিঁড়ি বেয়ে ওদের মত উপরে ওঠা দেখি ঈর্ষাকাতর চোখে।