ডাইনে-বাঁয়ে, সামনে-পিছে যেদিকে তাকাই
দেখি শুধু অনিয়মের ছড়াছড়ি। দেখতে পাই—
অনিয়মকে নিয়মে পরিণত করে কী চমৎকার
মানিয়ে চলছে সাধারণ মানুষ! আমি দেখি আর
হাপিত্যেস করতে থাকি। দেখে দেখে জ্বলে ওঠে
আমার পিত্ত, বিষাদে ভরে যাওয়া হৃদয় পটে—
লাগে বিষাক্ত কালির আঁচড়। অক্ষয় দাগ পড়ে
আমার অতি ধবধবে পরিষ্কার হৃদয় জুড়ে।
এই অতি সাধারণ অসহায় মানুষের জন্যে
মনটা আমার কেমনতর হয়ে ওঠে হন্যে;
সেকথা পারি না বোঝাতে, তাই এ ক্ষিপ্ত মন
প্রতিবাদের ভাষা খোঁজে বেড়ায় সারাক্ষণ।
অনিয়মে সয়লাব সমাজের মানুষের ভীড়ে,
খেয়াহীন যাত্রী আমি উন্মাতাল নদীর তীরে।
নিরব দর্শক হয়ে করি কিছু কথার আঘাত
পরিণাম এর হয়তো হবে শূন্যে কষাঘাত।