রাত;
তৃতীয় প্রহরের নিঝ্ঝুমতা,
ঘুমে বিভোর শ্রমক্লান্ত পৃথিবী;
এরই মাঝে একা এখনো জেগে আছে
আমার ঘুমহীন শশব্যস্ত হৃদয়।
ক্ষণে ক্ষণে পাশ ফিরে শোবার জ্বালাময়ী যন্ত্রণা ভেঙে
উদার্য আকাশ ডাক দিয়ে নিয়ে যায়
তার হৃদয়ের মাঝে।
বারান্দায় গিয়ে দাঁড়ালাম,
বর্ষণমুখর বিকেলের মেঘচিহ্ন এখনো আকাশে বর্তমান।
বিদায়ী পূর্ণিমার খণ্ডচাঁদ মেঘের ফাঁক পেলেই—
সাধ্যমত আলো ঢালছে পুবের আকাশ থেকে।
এই মেঘ আর চাঁদের সসঙ্গ হয়ে কাটলো সারারাত,
সিগারেট জ্বললো একটির পর একটি,
মশারা পরম উৎসাহে রক্ত চুষে নিয়ে—
তৃপ্তিসহ মেটালো তাদের জঠর জ্বালা।
আমার তৃপ্তি শুধু ঘুমহীন রাতের সঙ্গী হতে,
আমি রাতের শিকার।