ডাইনে বাঁয়ে সামনে পিছনে সর্বত্র শত্রু,
শত্রুবেষ্টিত হয়ে আমার ভয়ার্ত বসবাস।
প্রতিবেশী সজ্জন যারা একসময় ছিল,
সংখ্যাগুরুর অত্যাচারে তারা আজ পরভূমে।
আমি কোথাও যাইনি, এই জন্মমাটির মায়ায়-
সপরিবারে আমি মাটি কামড়ে রয়ে গেলাম এখানেই।
আমার পূর্বতন প্রতিবেশীরা সর্বস্ব ফেলে পালিয়েছিল
যাদের থেকে বাঁচতে, তারা এখন আমার প্রতিবেশী।
ওদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার সব চেষ্টা ব্যর্থ হয়
শুধুমাত্র মতের অমিল হেতু। মতপার্থক্য দূর করতে
ওরা আমাকে ডাকে, ওদের দলে দলবদ্ধ হয়ে যেতে।
পরিনামে আমাকে অনেক কিছু দেওয়ার লোভ দেখায়
প্রস্তাবে আমি সাড়া না দিলে ওরা নতুন ফন্দি আঁটে।
একদিন আমায় ডেকে দেখায় একটা ফেসবুক আইডি
দেখলাম, আমার নাম এবং ছবি দিয়ে খোলা আইডিটা;
তাতে প্রকাশ করা হয়েছে ইসলামের অবমাননাকর কথা।
বললাম, এটা আমার আইডি নয়, আমি এসব করিনি।
ওদের সমস্বর কথার ভিড়ে আমার কথা তলিয়ে যায়,
প্রস্তুত ছিল ওরা, দেরি হয় না আমার উপর চড়াও হতে,
নাস্তিকতার অভিযোগে আমি গণপিটুনির শিকার হলাম।
তারপর আমাকে তুলে দেওয়া হলো আইনের হাতে।
কথায় বলে, বাঘে ছুঁলে আঠারো ঘা। এখন দেখছি,
পুলিশে ছুঁলে তারও বেশি, এদের থেকে মুক্তি মেলা ভার।
তা হতেই হবে যে, এরাও তো একই গুরুর শিষ্য।
এমনই রূপক ঘটনার শিকার বাংলাদেশের সংখ্যালঘুরা।