সাধ্য কি আছে আমার
তোমায় করব আশীষ,
হে বন্ধু দেবাশীষ!
তোমার পিছনে আজ-
ঠেকে গেছে শক্ত দেয়াল
হায় বিধি তোমার একি খেয়াল!
তোমার সামনে থেকে ক্রমাগত চাপ,
পিছাবার জায়গা কিছুই নেই-
এমন দুর্দশা দেখে অনেকেই হাততালি দেই!
দুঃসময়ের অশান্ত এই দিনে,
মনটাকে শক্ত করে বাঁধ
তারপর পথের দিশা ফাঁদ।
ভাবিতেছ সব পথ বন্ধ তোমার তরে-
ভাবনা তোমার মোটেও সত্যি নয়,
অন্তহীন পথের সবই বন্ধ নাহি রয়।
একটিবার শান্ত হয়ে বসি-
খুঁজে নাও খোলা সেই পথ,
অবাক হয়ে দেখবে তুমি ছুটছে জীবন রথ।