শান্তির অন্বেষণে পরিশ্রান্ত শান্তি বাবু
হঠাৎ কি মহা প্রশান্তির প্রত্যাশে—
পাগল প্রায়; হাসির ঝলকে উদ্বেলিত,
আয়নার সামনে দাঁড়িয়ে।
তিলতত্ত্বে বর্ণিত শুভ স্থান খুঁজতে গিয়ে-
আবেগে আত্মহারা! কী এক নাছোড়বান্দা
আত্মবিশ্বাস জেঁকে বসেছে সমস্ত মনটাতে;
দলবেঁধে সুখ-শান্তি আসবে এবার দ্বারে।
বহু খোঁজে দর্পণে সে ঠিক পেয়ে গেছে,
ললাটের দক্ষিণে নিষ্প্রভ তিলের সন্ধান।