শ্রান্তপ্রাণ বসে আমি, প্রকৃতির শোভা জাগে বিমুগ্ধ নয়নে,
চুরুট নিরবে জ্বলে নিঃশেষ হয় আঙুলের ফাঁকে,
সেঁজুতি হাসিয়া ফেরে; বসে ঘাসের উপরে আমি বিষন্ন মনে।

নীল আকাশ উপুড় হয়ে দিগন্তে গেছে মিশে,
টুকরো টুকরো সাদা মেঘ আকাশপাড়ির খেলা জমিয়েছে,
কিছুই আজ দেখা যায় না ভালো; অশ্রুতে চোখ গিয়েছে যে ভেসে।

মাথার উপর দিয়ে সাঁ-করে উড়ে যায় পাখি,
ডানা ঝাড়ার শব্দ ধীরে ধীরে লীন হয়ে মিশে যায়-
আকাশের তলে; জ্বলে শুধু আমারি বিনিদ্র দুটি আঁখি।

যে চোখের আলো পড়েছিল আমার চোখের পরে,
তাহারি আবেশে ধ্রুবতারা আজ ম্লান হয়ে জ্বলে আকাশে,
ক্ষয়িষ্ণু সূর্য আঁধার ডেকে আনে; তবু সেই চোখ চোখে পড়ে।