নিরীহ মানুষের হাহাকার আকাশে মিলায়
কেউ শুনে না তাদের গলা ফাটানো গান।
এমনতর কঠোর বিধান পুড়ে হোক ছাই,
সাম্যবাদের আশীর্বাদে ভরুক সবার প্রাণ।